শিরোনাম
◈ এমন কোনো দিন নেই, রাত নেই শান্তিতে আমরা ঘুমাতে পারিনি: ব্যারিস্টার রুমিন ফারহানা ◈ সৌদি প্রো লিগ, রোনালদোর জোড়া গোলে জিতলো আল নাসর ◈ শুরু হয়েও শেষ হলো না আইসিসির সভা, ঝুলে থাকলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য  ◈ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের জেএন রায় হাসপাতালের ◈ ফের সামনে এসেছে টাকা ছাপানো প্রসঙ্গ: টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি? ◈ আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা ◈ যুক্তরাজ্য সফরে রওনা দিলেন মির্জা ফখরুল, সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে ◈ নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তাই দিতে পারে না ভারত (ভিডিও) ◈ আমরা বাংলাদেশকে ভালোবাসি, বিজেপির মুসলিম বিদ্বেষের সমালোচনা করলেন মমতা(ভিডিও) ◈ ২৫ হাজার কোটি টাকার ২২ প্রকল্পে পলকের ভয়াবহ লুটপাট

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে ফের উৎপাদনে ফিরছে মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র

আজ থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু করছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর আগে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। এরপর বিকেল থেকে কয়লা খালাসের কার্যক্রম চলছে। 

গতকাল বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী রবিবার ৬৬ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসবে। আইনি জটিলতা শেষে এই বিদ্যুৎকেন্দ্রে এক বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানি করার জন্য মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জেটিতে জাহাজ ভিড়েছে। ফলে এক মাস বন্ধ থাকার পর আজ শনিবার (৩০ নভেম্বর) থেকে এই বিদ্যুৎকেন্দ্র আবারও উৎপাদনে যাচ্ছে ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিট। এখন বিদ্যুতের চাহিদা আগের চেয়ে কমেছে। তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইউনিটের আরো ৬০০ মেগাওয়াট উৎপাদনে যাবে।

এর আগে গত ৩১ অক্টোবর কয়লাসংকটের কারণে এক হাজার ২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়