শিরোনাম
◈ আরব আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র ◈ জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার ◈ সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময়সীমা ঠিক করবে: জাতিসংঘের দূত ◈ বাড়ল এলপি গ্যাসের দাম ◈ শিক্ষার্থীরা পাঠ্যবই না পেলেও বিক্রি হচ্ছে নীলক্ষেতে! ◈ সৌদি আরব সরকার ওমরাহ যাত্রীদের জন্য যা বাধ্যতামূলক করল  ◈ কেন সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, চালু কবে জানাল সঞ্চয় অধিদপ্তর ◈ এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ ◈ সীমান্তে এখন কোন উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার তহবিল হয়েছে : ধর্ম উপদেষ্টা

 আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সাইফুল ইসলামের হত্যাকারী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাইফুল ইসলামের পরিবারের দায়িত্ব সরকার নেবে। তার পরিবারের ভরণপোষণের জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবীর কবর জিয়ারত ও মোনাজাত শেষে ধর্ম উপদেষ্টা এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না বলে তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়