শিরোনাম
◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে ◈ শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে বিএনপি (ভিডিও) ◈ বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে সেরা বোলার, ওয়ানডেতে রশিদ খান ◈ বিচারপতিকে যে কারনে ডিম মেরে এজলাস থেকে নামালো আইনজীবীরা (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে বীজ-সার পাচ্ছেন ৬০ হাজার কৃষক

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় বীজ-সার বিতরণ করা হচ্ছে। জেলার ৬ উপজেলায় ৬০ হাজার কৃষক এ সুবিধা পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও ভারতীয় পাহাড়ী ঢলের পানিতে জেলার ৬ উপজেলার কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমন আবাদ বিঘ্ন ঘটে। সেই ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে সবজি আবাদ, রবি ফসল এবং বোরো আবাদে কৃষকদের উৎসাহ যোগাচ্ছে কৃষি বিভাগ। ইতিমধ্যে সরকার জেলার ৬ উপজেলায় ৬০ হাজার কৃষককে পুনর্বাসন কর্মসূচীর আওতায় এনেছেন। এদের মধ্যে উপষী জাতের ৫ কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহ মোট ২৫ কেজি কৃষি উপকরণ সহায়তা দেয়া হচ্ছে। 

এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫ হাজার, ছাগলনাইয়া উপজেলায় ১১ হাজার, ফুলগাজী উপজেলায় ৯ হাজার ৫শ, পরশুরাম উপজেলায় ৭ হাজার, দাগনভূঞা উপজেলায় ১৩ হাজার ও সোনাগাজী উপজেলায় ৪ হাজার ৫শ কৃষক রয়েছেন।

ফেনীস্থ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: একরাম উদ্দিন জানান, বন্যার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের উৎসাহিত করছে সরকার। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক তাদের পাশে রয়েছেন। ইতিমধ্যে উপকারভোগী ৭০ভাগ কৃষকের হাতে পুনর্বাসন কর্মসূচীর বীজ-সার পৌঁছে দেয়া হয়েছে। অল্পসময়ের মধ্যে অন্যদের হাতেও পৌঁছে দেয়া হবে। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষকরা আগামী বোরো মৌসুমে অধিক আবাদে আরো বেশী আগ্রহী হয়ে উঠবেন। এছাড়া বসতবাড়ির আঙিনায় ও মাঠে সবজি চাষ, রবি ফসল উৎপাদন সহ কৃষি আবাদে কৃষকদের সরকারের পক্ষ থেকে নানাভাবে প্রণোদনা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়