শিরোনাম
◈ ‘মারবা? পারবা না’, গাড়ি দুর্ঘটনার পর সারজিস ও হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ◈ হাসনাত-সার্জিসের বহরের গাড়ি দুর্ঘটনায়, পরিকল্পিতভাবে ট্রাক চাপার অভিযোগ (ভিডিও) ◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা  : প্রেস সচিব (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:২০ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আলিফ হত্যার প্রতিবাদে আদালত বর্জন, আইনজীবী সমিতির ৬ সিদ্ধান্ত

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আগামীকাল বৃহস্পতিবারও (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এর আগে বুধবারও কর্মবিরতি পালন করে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত ছাড়াও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক সাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সমিতির জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা, ২৮ নভেম্বর তারিখ চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একইদিনের অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল, ১ ডিসেম্বর দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সম্মুখ থেকে শোক মিছিল  এবং সমিতির বার্ষিক ইনডোর গেইমস স্থগিত থাকবে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার একপর্যায়ে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। নিহত আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জালাল উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রাম আদালতে সহকারী পিপি হিসেবে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়