শিরোনাম
◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে ◈ শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে বিএনপি (ভিডিও) ◈ বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে সেরা বোলার, ওয়ানডেতে রশিদ খান ◈ বিচারপতিকে যে কারনে ডিম মেরে এজলাস থেকে নামালো আইনজীবীরা (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় সন্ত্রাসীর  গুলিতে আহত বিএনপি নেতার মৃত্যু

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে সন্ত্রাসীর গুলিতে আহত আব্দুল মজিদ (৫৮) নামের এক বিএনপি’র নেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে  তার মৃত্যু হয়। একই ঘটনায় আব্দুল মজিদের ভাই কাবিল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৪৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সকলেই ইয়াদ আলী মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে।


স্থানীয়রা জানান, গত ২ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে আব্দুল মজিদসহ তিন সহোদর ইয়াদ আলীর মোড়ে গোস্তের দোকানে বসে ছিলেন। এসময় হঠাৎ চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত মোহাম্মদ আলী ওরফে আলীর নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেলযোগে এসে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা প্রকাশ্যে মজিদ. কাবিল ও শফিকুলকে পিস্তল দিয়ে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে আসলে পালানোর সময় ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল ফেলে যায় হামলাকারীরা।


ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ ও  আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসলপাতালে ভর্তি করায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই বগুড়া শহীদ  জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মজিদ মারা যান। গতকাল মঙ্গলবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল মজিদের মরদেহ দাফন করা হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা অংশ নেন।


এদিকে হামলার ঘটনার নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। কিন্তু প্রায় ২৩ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

আব্দুল মজিদের ভাই কাবিল হোসেন অভিযোগ করে বলেন, আসামী গ্রেফতার ও মামলার অগ্রগতিতে পুলিশ গড়িমশি করছে। ফলে এই মামলার ভবিষ্যত নিয়ে তারা চিন্তিত। এছাড়া তাদের পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, হামলাকারীদের প্রধান মোহাম্মদ আলী ওরফে আলী চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার। আটক করতে না পারলে তারা সংঘটিত হয়ে এলাকায় আবারো খুনসহ যে কোন অঘটন ঘটাতে পারে। তাই পুলিশকে এ বিষয়ে তৎপর হওয়ার দাবি করেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পর আটক দুই যুবককে মামলায় আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার প্রধান আসামীসহ অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ভিকটিম মৃত্যু বরণ করায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়