শিরোনাম
◈ দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয় ◈ চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া ◈ শুক্রবার ভোটাভুটিতে চূড়ান্ত হবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বত্ব ◈ মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাট দিয়ে গড়া ট্রফির লড়াইয়ে মাঠে নামছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ◈ ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে দেখা করবেন মির্জা ফখরুল  ◈ এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামী দলের নেতারা ◈ আইনজীবী হত্যায় কে ও কী বলছে ইসকন, তদন্তে পুলিশ ◈ চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথবাহিনীর অভিযানে আটক ৩০ ◈ উসকানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৩:৩৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবী নিহতের প্রতিবাদে বুধবার আদালতের বর্জনের ঘোষণা চট্টগ্রাম আইনজীবী সমিতির

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রাম আদালত ভবনের অদূরে জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সব আদালতে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

তিনি বলেন, কোর্ট বিল্ডিং থেকে যাওয়ার পথে ওরা যে যেদিকে পেরেছে হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে, মসজিদের গ্লাস ভাঙচুর করেছে। এই সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের একজন আইনজীবী যিনি মারা গেছেন সাইফুল ইসলাম আলিফ, তাকে ধরে মেথর পট্টিতে নিয়ে গিয়ে কুপিয়েছে ইস্কনের সন্ত্রাসীরা। এটার জন্য আমরা সমিতির পক্ষ থেকে জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছি মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সকল আদালতের কার্যক্রম আমরা সাসপেন্ড ঘোষণা করছি।

তিনি বলেন, অ্যাডভোকেট রিগ্যান এবং শুভাশিষ শর্মা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোকরাই ইস্কনের নাম ধরে তান্ডব চালিয়েছে। অ্যাডভোকেটদের মধ্যে আওয়ামী লীগের লোকরা ছিল কোর্ট বিল্ডিংয়ে। আমরা হিন্দু-মুসলিম বুঝি না। দলীয় অ্যাডভোকেটরা যদি তান্ডব করতে নিষেধ করতো তাহলে আজ এসব হতো না। আর নিহত ছোট ভাই এডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে।

এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নেব। নিহত আইনজীবীর পরিবারের সদস্যদের জন্য আমরা অপেক্ষা করছি। পরিবারের সদস্যরা হয়তো লোহাগাড়া থেকে আসবে। তাদের সাথে আলাপ আলোচনা করে ভিডিও ফুটেজ দেখে যারা এই হত্যাকান্ডে ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নিহত আইনজীবী সাইফুল সবার সামনে ছিল। বুক আগলে দিয়েছে।

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার একপর্যায়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। নিহত আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জালাল উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রাম আদালতে সহকারী পিপি হিসেবে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়