বিএনপির মতবিনিময় সভায় অপেশাদার বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব খানকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল। তিনি বলেন, প্রশাসনিক কারণে আহসান হাবিব খানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ওসি আহসান হাবিব খান। সরফভাটা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে এ সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সওদাগর। সেখানে ওসির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করার পরামর্শ দেন।
সভার ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, ‘যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে, তাদের গণধোলাই নিয়ে আমার কাছে নিয়ে আসবেন। তাদের ঠাঁই হবে না। নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না। গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন। আপনাদের এ পর্যায়ে আওয়ামী লীগ থাকলে, ঠ্যাং ভেঙে দিত। এটা যদি না পারেন, তবে আর কিছু বলার নেই। এখনো তারা কেমনে হাঁটে?’
ওসির ওই বক্তব্যের ৬ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, তিনি পোশাক পরা অবস্থায়ই দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা পাশে ও সামনে বসে রয়েছেন। বক্তব্যের বিভিন্ন পর্যায়ে তাঁদের হাততালি দিতে দেখা যায়।
ওসি তাঁর বক্তব্যে বলেন, ‘৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। তাঁর নির্দেশে ঢাকাকে ছয়টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই ছয় সেক্টরের লোকজনই নতুন করে স্বাধীন করেছে।’ উৎস: প্রথম আলো।
আপনার মতামত লিখুন :