চট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
নাছিয়াঘোনা এলাকায় তিন বছর আগে স্থাপিত ফাঁড়িটির দখল নিয়ে গত ২১ নভেম্বর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তা দেখে ওই দিনই পুলিশ এটি মুক্ত করতে অভিযান চালায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ ও অভিযান) মো. রইছ উদ্দিন বলেন, ‘একটি সংবাদমাধ্যমে এসংক্রান্ত খবর প্রকাশের পরপরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে সন্ত্রাসীদের দখল থেকে পুলিশ ফাঁড়ি পুনরুদ্ধার করতে সক্ষম হই। ফাঁড়ির কার্যক্রম পুনরায় শুরুর জন্য জনবল নিয়োগ থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা করার প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা চলমান রয়েছে। অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু হবে। তবে নুরু নামের যে সন্ত্রাসী ফাঁড়িটি দখল করে রেখেছিলেন তাঁকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সুত্র : আজকের পত্রিকা
আপনার মতামত লিখুন :