শিরোনাম
◈ চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজন ভ্যান আটকে দিয়েছেন ইসকন সমর্থকরা ◈ আশুলিয়ায় ৪ বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◈ চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর ◈ রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ ঢাকায় শিক্ষার্থী-সংঘর্ষ : ক্ষমতার দায় ও দুর্বলতা, সাবেক পুলিশ কর্মকর্তা যা মনে করেন ◈ টানা দুই হারের পর জয়ের দেখা পেলো বাংলা টাইগার্স ◈ শেখ হাসিনার পতনের পর উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটেনের সংসদীয় গ্রুপের হুঁশিয়ারি ◈ ৭ উইকেট নেই বাংলাদেশের, বড় পরাজয়ের পথে মিরাজরা ◈ সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে ◈ এক বছরের বেশি সময় যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধবিরতি হতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগার থেকে বিএসএস পরীক্ষার অনুমতি পেলেন রাজবাড়ীর সাবেক মেয়র

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে থেকে বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর শেখ তিতু। বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের অধীনে এবারের বিএসএস পরীক্ষায় অংশ নেবেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতে আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন এ আদেশ দেন। কারাগারে আটক সাবেক ওই মেয়রের পক্ষে আবেদন করেন রাজবাড়ী জেলা জজ আদালতের সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট মো. উজির আলী সেখ।

উন্মুক্ত বিশ্বিবদ্যালয় রাজবাড়ী অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর থেকে সারাদেশের মতো রাজবাড়ীর ৫টি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস পরীক্ষা শুরু হবে। ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী হিসেবে রাজবাড়ীর সাবেক পৌর মেয়র আলমগীর শেখ তিতু বিএসএস পরীক্ষায় অংশ নেবেন রাজবাড়ী সরকারি কলেজ কেন্দ্রে। 

কিন্তু কারাগারে আটক থাকায় তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সে কারণে আদালতের নির্দেশে তাকে কারাগারের অভ্যন্তরেই পরীক্ষায় অংশ নিতে হবে।

সোমবার আদালতের বিচারক মো. সুমন হোসেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রাজবাড়ী জেলা প্রশাসনের সহায়তায় রাজবাড়ীতে এ পরীক্ষা অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপ-আঞ্চলিক পরিচালক আইনুল হক।

রাজবাড়ী জেলা জজ আদালতের আইনজীবী মো. উজির আলী সেখ এর সত্যতা নিশ্চিত করেন।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়