শিরোনাম
◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত ◈ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি! (ভিডিও) ◈ ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে ◈ আ.লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের (ভিডিও) ◈ নাগরিক কমিটিতে সারজিস-তুহিনসহ যুক্ত হলো ৪৫ জন ◈ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ◈ ৫০০০ ডিম পাঠানো হলো সেন্ট মার্টিনে কুকুরের জন্য ◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ১০:১০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ,লীগের শাসনামলে খুনের রাজনীতিতে  আতঙ্কের জনপদ ছিল শার্শার কনেদাহ

আইরিন হক, বেনাপোল:  আ,লীগের শাসনামলে খুন,গুম,দখল ও চাঁদাবাজির কারনে  আতঙ্কের জনপদ ছিল যশোরের শার্শার সীমান্তবর্তী  উপজেলার গ্রাম  কনেদাহ । উপজেলাটির উলাশী ইউনিয়নে আ,লীগের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের নেতৃত্বে প্রায় ডজন খানেক বিএনপির নেতা,কর্মী  হত্যা হয়েছে। আয়নাল কন্যাদাহ গ্রামে মাছের ঘের,জমি ও বাওড় দখল সহ নানা ধরনের অপরাধ মুলক কর্মকান্ড করছে।  

২০২৪এর গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি'র কর্মপরিক্ল্পনা কেমন হওয়া উচিত সে বিষয়ে সোমবার বিকালে শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের কন্যাদাহ প্রাথমিক স্কুল মাঠে বিশাল এক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে  শাশা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু এ কথা বলেন।

বিএনপি নেতা হযরত আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথীর বক্তব্যে সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন বলেন, দ্রুত নির্বাচন না দিলে আবারো গণতন্ত্র রক্ষা নিয়ে ষড়যন্ত্র হতে পারে। তাই অন্তবর্তীকালিন সরকারের কাছে নির্বাচনের দিন ক্ষন ঘোষনার দাবি তোলেন তিনি।

থানা বিএনপির যুগ্ম  আহবাহক আবুল হাসান জহির বলেন, শাশার সাবেক এমপি আফিল উদ্দিন মানুষের জমি দখল করেছে। বর্তমানে সে পলাতক রয়েছে। তার অনুসারী আয়নাল হক  গড়ে তুলেছিল এক বিশাল সন্ত্রাসী বাহিনী। যে বাহিনী শুধু কন্যাদাহ এবং উলাশী ইউনিয়ন নয় এরা দাপিয়ে বেড়িয়েছে গোটা উপজেলা। আজ সরকার পরিবর্তনে সে অবস্থা থেকে মানুষ মুক্তি পেয়েছে।

বেনাপোল পৌর বিএনপির সেক্রেটারী আবু তাহের ভারত বলেন, কনেদাহ গ্রামে এত বেশি বিএনপি নেতা,কর্মীদের উপর নির্যাতন হয়েছে তা দুই দিনেও বলে শেষ করা যাবেনা।  বিগত ১৫ বছরে আ.লীগ সরকার বিএনপি'র নেতা-কর্মীদের উপর যে অমানুষিক এবং অমানবিক নির্যাতন চালিয়েছিল,আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সেই অপকর্মকান্ডের প্রতি ধিক্কার জানাই।তবে আমরা নিজ হাতে ওদের প্রতিশোধ নেবনা। আইনের প্রতি শ্রদ্ধাশীল।

উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম নতুন বাংলাদেশ উপহার দেওয়া শহীদ ছাত্র,জনতার প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যখন তখন যাকে তাকে ধরে গাছের সাথে বেধে মারধর, হত্যা করে লাশ গুম সহ নানা ধরনের অভিযোগ রয়েছে সাবেক এখানকার ইউপি চেযারম্যান  আয়নাল বাহিনীর বিরুদ্ধে। স্বজনদের হত্যার ঘটনায় চোখের পানিও ফেলার অধিকারটুকুু হারিয়েছিল বিএনপি পরিবারের ভোক্তভোগীরা।

এমনকি আতঙ্কে অনেককে তাদের স্বজনদের মরদেহ দাফন  করতে হয়েছে বাড়ির আঙ্গীনায়। তবে বিএনপি সেই ধারাবাহিকতার পরিবর্তন ঘটিয়ে শান্তির গ্রাম উপহার দিবে। এটাই আ,লীগ আর বিএনপির রাজনীতির মধ্যে পার্থক্য। গত ১৬ বছরে কনেদাহ অঞ্চলে আ,লীগের সন্ত্রাসীদের হাতে যে সব বিএনপি পরিবারের নেতা,কর্মীরা হত্যার শিকার হয়েছেন সকলের ন্যায় বিচার প্রাপ্তিতে পাশে থাকার আশ্বাস দেন যুব দল সেলিম।

এসময় অনুষ্ঠানে অনান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, ,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ,বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদ,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আহবাহক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান ,শার্শা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়