হাবিবুর রহমান : নেত্রকোনার পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের কোতোয়ালী থানার পুলিশ শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ কোতোয়ালি এলাকা বাতিরকল পন্ডিতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার সন্ধ্যায় পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এটিএম ফয়জুর সিরাজ জুয়েল পূর্বধলা উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা-শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫ জনকে আসামী করে গত ২৬ অক্টোবর পূর্বধলা থানায় মামলা করা হয়েছিলো। নেত্রকোনা এন আকন্দ কামিল মাদ্রাসার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানজির আহমেদ মাহমুদ বাদী হয়ে এ মামলাটি করেন। বাদী তানজির আহমেদ মাহমুদ দুর্গাপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। মামলায় গৌরীপুর ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৫জনের নামসহ এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছিলো।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এটিএম ফয়জুর সিরাজ জুয়েলকে ছাত্র আন্দোলনে মিছিলে হামলা করার মামলায় গ্রেফতার দেখিয়ে (২৩ নভেম্বর) কোর্টে চালান দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :