শিরোনাম
◈ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার ◈ শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার ◈ লাখ টাকা ঋণ দেয়ার নামে ঢাকায় জমায়েতের চেষ্টা, ফিরিয়ে দিল পুলিশ-শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মোল্লা কলেজের ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অধ্যক্ষ (ভিডিও) ◈ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ যাত্রাবাড়ীতে সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের ◈ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ ◈ যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বিশ্ব ১০ বছর পর প্লাস্টিক বর্জ্যের মোকাবিলায় অক্ষম হবে ◈ আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারতে পালাননোর চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে ওএমএস এর খাদ‍্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

সাইফুল ইসলাম : টাঙ্গাইলের মধুপুরের বেরীবাইদ ইউনিয়নে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচীর অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ওএমএস ও খাদ‍্যবান্ধব চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগন্তীনগর বটতলা বাজারে  ওএমএস এর খাদ‍্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেছেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু।

মেসার্স সাদিক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মালেক এর তত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের কাছে চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে প্রতিটি কার্ডধারী সদস্যগণ মাথাপিছু ৩০ কেজি করে চাল পাচ্ছেন।

মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু বলেন, সারাদেশে ওএমএস- এর উপকারভোগী বিশেষ এই কার্ডের মাধ্যমে ওএমএসের চাল ও আটা সংগ্রহ করতে সক্ষম হচ্ছেন। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক উপকারভোগী এই কার্ডের সুবিধায় যুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। 

তিনি আরও বলেন, অসহায়, গরীব, দুস্থদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম এতো সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে বিতরণের ব্যবস্থা করায় আমি মধুপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে বেরীবাইদ ইউনিয়ন বিএনপিসহ এলাকাবাসীকে অশেষ ধন্যবাদ জানাই। বিএনপি সাধারণ মানুষের পাশে সব সময় ছিল এবং সব সময় থাকবে। আসুন আমরা সকলে তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। এ সময় কার্ড দিতে যেন কোনো ডুপ্লিকেশন যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ডিলার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার এবং ৩ নং বেরীবাইদ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মালেক জানান, সঠিক ওজনের ৩০ কেজির বস্তা চাল অনলাইন নিবন্ধন জরিপ তালিকা মোতাবেক ভোক্তাদের কাছে চাল বিক্রি করছি। তালিকায় অন্তর্ভুক্ত সঠিক কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করে যাচ্ছি। খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গরিব ও অসচ্ছল মানুষের কাছে কম দামে ওএমএসের চাল বিক্রি করছি।

এসময় উপস্থিত ছিলেন অরণখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (মিলিটারি), ইউনিয়নের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক শুকুর মাহমুদ, আলী আকবর, উজ্জ্বল সহ সাবেক যুবদল, ছাত্রদল ও মধুপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ বিএনপি’র সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়