শিরোনাম
◈ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ যাত্রাবাড়ীতে সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের ◈ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ ◈ যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বিশ্ব ১০ বছর পর প্লাস্টিক বর্জ্যের মোকাবিলায় অক্ষম হবে ◈ আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারতে পালাননোর চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক ◈ আইপিএলের নিলামের প্রথম দিনে ৭২ ক্রিকেটারের পেছনে খরচ সাড়ে ৬০০ কোটি ◈ কলম্বিয়াকে হারিয়ে ফুটসাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ : সারজিস আলম ◈ মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে গাছ কেটে ও তালা ভেঙে জায়গা দখলের অভিযোগ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে গাছ কেটে ও তালা ভেঙে জায়গা দখল নেওয়ার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন। দখল ফিরে পেতে তিনি আদমদীঘি থানা, সান্তাহার পৌরসভা ও দুপচাঁচিয়া সেনা ক্যাম্পে চার জনের নাম উল্লেখ করে পৃথক অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২০১৭ সালের ২৪ মে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার পৌর শহর অংশে ৭ শতাংশ জায়গা কিনেন জাহেদুল ইসলাম। এরপর তিনি জায়গাটি ইটের দেওয়াল দিয়ে ঘিরে কাঁঠাল বাগান করেন। রক্ষানাবেক্ষনের জন্য কাদের নামের স্থানীয় এক বাসিন্দাকে রাখেন। শুধু তাই নয়, জাহেদুল সম্পত্তিটি প্রাইম ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় বন্ধক দিয়ে ঋন গ্রহনও করেন। 

গত ৮ আগস্ট রাত ৮টায় নওগাঁর দোগাছী গ্রামের নুর আলম মানিক, তার বোন শাহিন পারভীন, শামীমা পারভীন ও তার মা নুরজাহান বেগম বেআইনীভাবে জায়গাটির বাউন্ডারী ওয়ালের গেটের তালা ভেঙে ফেলে এবং পরের দিন ২৫-৩০টি কাঁঠাল গাছ কেটে ফেলেন। এছাড়া তারা সেখানে নতুন একটি তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়