শিরোনাম
◈ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার ◈ শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার ◈ লাখ টাকা ঋণ দেয়ার নামে ঢাকায় জমায়েতের চেষ্টা, ফিরিয়ে দিল পুলিশ-শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মোল্লা কলেজের ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অধ্যক্ষ (ভিডিও) ◈ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ যাত্রাবাড়ীতে সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের ◈ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ ◈ যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বিশ্ব ১০ বছর পর প্লাস্টিক বর্জ্যের মোকাবিলায় অক্ষম হবে ◈ আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারতে পালাননোর চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দূর্ঘটনায় আহত আনিছুরের নাম ছাত্র আন্দোল‌নে আহত‌দের তা‌লিকায়

মোঃ ম‌শিউর রহমান, না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি : সড়ক দূর্ঘটনায় আহত হ‌য়ে বৈষম্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নে আহত‌দের চুড়ান্ত তা‌লিকায় কৌশ‌লে নিজেরনাম লিপিবদ্ধ ক‌রেছেন পি‌রোজপু‌রের না‌জিরপুর উপ‌জেলার আনিছুর রহমান না‌মের এক ব্যক্তি। তি‌নি উপ‌জেলার ৩ নং দেউলবা‌ড়ী দোবড়া ইউনিয়‌নের বিলডুমু‌রিয়া গ্রা‌মের আব্দুস সালা‌মের পুত্র। তি‌নি ব‌রিশাল বিএম ক‌লে‌জের অনার্সের শেষ ব‌র্ষের ছাত্র। বৈষম্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নে ব‌রিশালে ব্যপক ভূ‌মিকা পালন ক‌রে‌ছেন ব‌লে দাবী ক‌রেন তি‌নি।

এদি‌কে ওই আন্দোল‌নে আহ‌দের তা‌লিকায় আনিছু‌রের নাম থাকায় ক্ষোভ প্রকাশ কর‌ছেন স্থানীয়রা।  

জানা গেছে,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তালিকাভূক্ত করতে অনলাইনে আবেদনের ব্যবস্থা করে সরকার।  সেখানে তিনি নিজের নামে আবেদন করেন। আর এ তালিকা যাচাই-বাছাইয়ে প্রশাস‌নের অব‌হেলায় তার নাম চলে যায় চূড়ান্ত তা‌লিকায়।

জানা যায়, গত ১৬ জুলাই আনিসুর রহমান ব্যক্তিগত কা‌জে বিলডুমু‌রিয়া হ‌তে ভাড়ায় চা‌লিত মোটর সাইকে‌ল নি‌য়ে আনিস ও তার বড় ভাই রেজাউল মোল্লা এবং চালক কুদরতল্লাহ্ গাজী না‌জিরপুর টু গোপালগঞ্জ হাইও‌য়ে রো‌ডের দিঘীরজান এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনা ঘ‌টে এবং গুরুত্বর আহত হ‌য়ে প্রাথ‌মিকভা‌বে না‌জিরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে উন্নত চি‌কিৎসার জন্য খুলনা গাজী মেডিকেলে দুই দিন থেকে পরবর্তীতে ঢাকায় প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি হন। এরপর কম্বাইন্ড মি‌লি‌টারী হাসপাতা‌লে ভ‌র্তি হন। 

প‌রে কিভাবে ছাত্র আন্দোলনের নামের তালিকায় নাম অন্তর্ভুক্ত ক‌রেন তিনি তা নিজেও জানেন না বলে দাবী করেন তিনি।  এদিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার এক্সিডেন্টের দিন অর্থাৎ ১৬ই জুলাই ভর্তি রেজিস্টার বহিতে নাম অন্তর্ভুক্ত আছে কিনা তদন্ত গেলে দেখা যায় ক্রমিক নং ৬ রেজি নং ৬২৭৮ সকাল ৯ টা ৪৫ মিনিটে ভর্তি এবং লেখা আছে পুলিশ কেস,এক্সিডেন্ট কার ইনজুরি (আর টি এ) রোড ট্রাক এক্সিডেন্ট। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার পবিত্র হালদার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ ম‌শিউর রহমান জানান, বিষয়‌টি শু‌নে‌ছি তদন্ত ক‌রে দেখ‌তে‌ছি। বিষয়‌টি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার অরূপ রতন সিংহ এড়ি‌য়ে গি‌য়ে ব‌লেন অ‌ফি‌সে আসেন স্বাক্ষা‌তে কথা বলব এখন কোন বক্তবব্য ‌দিব না। জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম খান ব‌লেন তথ্য প্রমান না দে‌খে আমি কোন কথা বলতে পারব না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়