শিরোনাম
◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ ◈ সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ টাকা: সমাবেশে যোগ দিতে আসা ১০টি যাত্রীবাহী বাস আটক ◈ নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯০০ কোটি টাকা ◈ স্বামীকে বললেন- আমাকে গুলি করো, না হয় আমিই করবো: একজন ‘বিদ্রোহী’ মুসলিম প্রিন্সেসের কাহিনী ◈ চাকরির কথা বলে ভারতে ‘যৌন ব্যবসায়’ বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের!(ভিডিও) ◈ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ডুকতে মানাসহ ১০ নির্দেশনা ◈ চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ◈ মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ◈ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সক্রিয় রিকশাচালকদের আন্দোলনে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:১৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ২ নেতাকে শোকজ

ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। দুজনকে শোকজ নোটিশের পাশাপাশি একজনকে সতর্কীকরণ নোটিশ এবং আরেকজনকে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন বলে জানানো হয়েছে।

গতকাল শনিবার কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. খায়েরের স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রের মাধ্যমে শোকজ ও বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়। শোকজ পাওয়া দুজন হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাগর আহম্মেদ নাজিম ও কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম।

শোকজে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সুস্পষ্ট অভিযোগ থাকায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সাত দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়কের নিকট স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

সতর্কীকরণ নোটিশ প্রাপ্ত হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন। তার ব্যক্তিগত আচরণ, অযাচিত ব্যবহার তথা নৈতিকতা বিরোধী বিভিন্ন কার্যক্রম, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন এসব ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ভবিষ্যতে অনুরূপ অভিযোগ আসলে মো. আনোয়ারুল ইসলাম টুটনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে সতর্ক করা হলো।

বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন কলমাকান্দার চত্রংপুর গ্রামের মো. শফিকুল ইসলাম আজাদ। তবে তিনি উপজেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট। তার অনৈতিক কার্যক্রমের দায় বিএনপি বা এর অঙ্গ ও সংযোগী সংগঠন বহন করবে না বলে উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. খায়ের এক বিজ্ঞপ্তিতে অবগত করেন।

সুত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়