শিরোনাম
◈ সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ টাকা: সমাবেশে যোগ দিতে আসা ১০টি যাত্রীবাহী বাস আটক ◈ নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯০০ কোটি টাকা ◈ স্বামীকে বললেন- আমাকে গুলি করো, না হয় আমিই করবো: একজন ‘বিদ্রোহী’ মুসলিম প্রিন্সেসের কাহিনী ◈ চাকরির কথা বলে ভারতে ‘যৌন ব্যবসায়’ বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের!(ভিডিও) ◈ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ডুকতে মানাসহ ১০ নির্দেশনা ◈ চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ◈ মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ◈ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সক্রিয় রিকশাচালকদের আন্দোলনে ◈ গভীর রাতে ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত রাজপথ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে এক শিশু মৃত্যু, নিখোঁজ ২

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নুর কামাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। রোববার (২৪ নভেমাবর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কোনকার পাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ শিশুরা হল, ইমরান হোসেন, নজরুল হক। তারা তিন জনই টেকনাফ সদর ইউনিয়নের কোনকারপাড়া এলাকার আসরাফিয়া দার-উন-নাজাত মাদ্রাসার ছাত্র ছিল।

ঘটনার খবর শুনে টেকনাফ সমুদ্র সৈকতে ছুটে আসেন নিখোঁজের এক শিশুর বাবা মো. কামাল। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষকদের সাথে সাগরে ঘুরতে এসে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। আমার ছেলেসহ ২ শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করার জন্য কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এব্যাপারে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ জানান, দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌঘাট থেকে ৩ শিশু একসাথে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। পরে নুর কামাল নামে এক শিশুর মরদেহ সৈকতে ভেসে আসে। বাকি ২ শিশু এখনও নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়