শিরোনাম
◈ এবার ভারতে মুঘল আমলের মসজিদের স্থানে মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি (ভিডিও) ◈ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত ◈ ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৭৯ ◈ ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্বে’ যুক্ত হচ্ছে দেশ  ◈ বাংলাদেশেও চাপে পড়তে পারেন আদানি ◈  বিএনপির জোরালো অবস্থান দ্বিকক্ষ সংসদের পক্ষে ◈ সৌদি আরবে গত এক সপ্তাহে অভিযানে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার ◈ আদালত চত্বরে শাজাহান খান ও সোবহানকে ফুলের মালা পরিয়ে দিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মীরা ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ল ◈ শুরু হয়েছে আইপিএল নিলাম: প্রথম খেলোয়াড়ের দাম উঠল ১৮ কোটি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শীলকু‌পে অগ্নিকান্ড, ৩০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে অগ্নিকান্ডে ৪ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে আরো চারটি বসতঘরে আংশিক ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুর উদ্দিন সিকদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নাজিম উদ্দিনের বসতঘর হতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার নাজিম উদ্দিন সিকদার বাবুল, মো. হোসেন সিকদার ইফতু, আরেফা বেগম সিকদার, আমেনা বেগম। অপরাপর আংশিক ক্ষতিগ্রস্থরা হলেন- আলমগীর সিকদার, সাহাব উদ্দিন সিকদার, নেজাম উদ্দিন সিকদার, রুবেল সিকদার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হেফাজ উদ্দীন সিকদার টিপু বলেন, 'ক্ষতিগ্রস্থ সবাই আমার চাচা ও চাচাতো ভাই সম্পর্কীয়। এরা সবাই শহরে কর্মস্থলে থাকেন। অগ্নিকান্ডের সময় বাড়ির কেউ ঘটনাস্থলে ছিলেন না। এতে বসতঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। যথাসময়ে ফায়ার সার্ভিস না আসলে আরো বড় ধরনের ক্ষতি হতো। তাদের কে ফোন করার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায় নি।'

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিযানুর রহমান বলেন, 'অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌছাই। আমাদের ফায়ার সার্ভিসের পৃথক দুটি টিম আগুন নিয়ন্ত্রে কাজ করে। এতে চারটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় আরো চারটি পরিবার। যথাসময়ে খবর না পেলে এ ক্ষতির পরিমাণ আরো ছাড়িয়ে যেতো বলে ধারণা করেন তিনি। তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরে জানা যাবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়