জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৪ নভেম্বর : পটুয়াখালীর কলাপাড়ায় গাজীপাড়া দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটছে। এ সময় চোরের দল ওই মাদ্রাসার লাইব্রেরী থেকে তিনটি ফ্যান, ছুটির ঘন্টা, ১ টি বাতি, ৩ হাজার ৭ 'শত ৫০ টাকা, ছাত্র-ছাত্রীদের হাজীরা খাতা ও মাদ্রাসার নিয়োগ রেজুলেশন রেজিস্টার সহ নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। শুক্রবার দিনগত রাতে চাকামাইয়া ইউনিয়নের ওই মাদ্রাসায় এ চুরির ঘটনা ঘটে।
গাজীপাড়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার মাদ্রাসার দৈনন্দিন কার্যক্রম শেষে তালা লাগিয়ে সকল শিক্ষক কর্মচারী বাড়িতে চলে যায়। তবে ওইদিন রাতে মাদ্রাসার নৈসপ্রহরী একটি কক্ষে অবস্থান করছিল। কিন্তু সে হঠাৎ অসুস্থ বোধ করলে রাত বারোটার দিকে ঘুমিয়ে যায়। এ সময় সংঘবদ্ধ চোরের দল মাদ্রাসার লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহিত করা হয়েছে বলে জানান এই শিক্ষক।
আপনার মতামত লিখুন :