তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় তৈরি ২ টি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। (২৪ নভেম্বর) মাঝরাতে অভিযানের সময় উপজেলার কৃষ্ণনগর ইউপির সীতারামপুর ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়। দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাতে টহল টিমের ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে সীতারামপুর ব্রীজের উপর ডাকাতরি প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় দেশীয় তৈরি দুইটি পাইপগান(বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ তাদের আটক করা হয়।
অভিযানে আটকৃত ডাকাতরা হলেন, জেলার পার্শ্ববর্তী নরসিংদী রায়পুরা উপজেলার চানপুর ইউপির মহিনিপুর গ্রামের ১।আলী প্রঃ জাহাঙ্গীর (২৮) পিতা- মৃত সুধন মিয়া, ২। মোঃ আব্দুল হাদি (৩৫), পিতা- মোঃ হারুন অর রশিদ, ৩। মেরাজুল ইসলাম (২৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, ৪। মোঃ আবুল কালাম (৩০), পিতা-হাজী আব্দুল বারী। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্রআইনে ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় ২ টি পৃথক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :