শিরোনাম
◈ আদালত চত্বরে শাজাহান খান ও সোবহানকে ফুলের মালা পরিয়ে দিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মীরা ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ল ◈ শুরু হয়েছে আইপিএল নিলাম: প্রথম খেলোয়াড়ের দাম উঠল ১৮ কোটি ◈ নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি ◈ অন্য কোনো দেশে আশ্রয় না পেলে কী করতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যা বললেন ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে ◈ সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি ◈ নয়াদিল্লি ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার নিয়োগ ◈ বান্দরবানের গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত ◈ বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০২:২৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল:  বাবুগঞ্জে এমপি, চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নাজমুল হক মুন্না( বরিশাল)  : ২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।   ২১ নভেম্বর বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন দেহেরগতি বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত। মামলা নং- ০৫। 

মামলায় আসামী করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, সাবেক মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জনকে। এছাড়াও মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞ্যাত আসামী করা হয়েছে। 

এজাহার সূত্রে জানাযায়, ১৮ সালের জাতীয় নির্বাচনে আসামীগন বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাঃ বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে অস্ত্র দেখিয়ে  ধানের শীষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। 

এসময় মোটরসাইকেল আগুন দিয়া পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি বলেন, আনোয়ার হোসেন হেমায়েত নামের একজন বাদী হয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়