শিরোনাম
◈ আদালত চত্বরে শাজাহান খান ও সোবহানকে ফুলের মালা পরিয়ে দিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মীরা ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ল ◈ শুরু হয়েছে আইপিএল নিলাম: প্রথম খেলোয়াড়ের দাম উঠল ১৮ কোটি ◈ নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি ◈ অন্য কোনো দেশে আশ্রয় না পেলে কী করতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যা বললেন ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে ◈ সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি ◈ নয়াদিল্লি ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার নিয়োগ ◈ বান্দরবানের গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত ◈ বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগে বাধ্য করায় বাকরুদ্ধ ছি‌লেন তি‌নি ! অব‌শে‌য়ে মারা গেলেন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের হাজেরা তজু ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, একই ক‌লে‌জের উপাধ্যক্ষ প্রফেসর এসএম আইয়ুব (৬৫) ই‌ন্তেকাল ক‌রে‌ছেন) (ইন্না-লিল্লাহ রাজেউন)।শ‌নিবার সকাল ১১.৩০টায় স্ট্রোক করলে তাকে চট্টগ্রামের বেসরকা‌রি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

প্রফেসর এর বড় ভাইয়ের সন্তান রাকিবুল ইসলাম জানান, মরহুমের নামাজে জানাজা শ‌নিবার (২৩ নভেম্বর,) আসরের নামাজের পর চান্দগাঁও মৌলভি পুকুর পাড়ে অনুষ্ঠিত হবে, র‌বিবার জোহরের নামাজের পর বাঁশখালীর কাথ‌রিয়ায় নি‌জের প্রতি‌ষ্ঠিত মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। প‌রে উনার বড় ভাইয়ের সমাধির পাশেই সমাহিত করা হবে ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায় ।

প্রফেসর এসএম আইয়ুব চট্টগ্রাম জেলার কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁর পিতা মাস্টার আবু আহমেদ, মাতা ছৈয়দা নূর জাহান। কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তি‌নি  নুরুল ইসলাম বিএসসি কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও অবস্থিত হাজেরা তজু ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সা‌লের ১ অক্টোবর তারিখে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। 

গত ২৪‌ সে‌প্টেম্বর শিক্ষার্থী, বহিরাগত ও প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির যোগসাজশে তাঁকে পদত্যাগের জন্য বাধ্য করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক, প্রিন্টমিডিয়ায় প্রচারিত হয় এরপর সে ঘটনা প্রফেসর এসএম আইয়ুব বিষয়টি মেনে নিতে পারেননি। এ ঘটনার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে তিনি স্বাভাবিক ভাবে আর কারো সাথে কথা বলেন নি এবং বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায় ।

বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত কলাম, প্রবন্ধ, কবিতার সংখ্যা শতাধিক। প্রকাশিত কাব্যগ্রন্থ “আর কত রাত”। প্রফেসর এসএম আইয়ুব নিজ এলাকায় দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সৈয়দ আলফা মিয়াজি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উত্তর বাগমারা মাদ্রাসার ভূমি প্রদান করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রেখেছিলেন। প্রফেসর এসএম আইয়ুব এর মৃত্যুতে বাঁশখালীর বি‌ভিন্ন সামা‌জিক ও রাজ‌নৈ‌তিক সয়গঠ‌নের পক্ষ থেকে গভীর শোক ও সম‌বেদনা জ্ঞাপন ক‌রেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়