কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, একই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এসএম আইয়ুব (৬৫) ইন্তেকাল করেছেন) (ইন্না-লিল্লাহ রাজেউন)।শনিবার সকাল ১১.৩০টায় স্ট্রোক করলে তাকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রফেসর এর বড় ভাইয়ের সন্তান রাকিবুল ইসলাম জানান, মরহুমের নামাজে জানাজা শনিবার (২৩ নভেম্বর,) আসরের নামাজের পর চান্দগাঁও মৌলভি পুকুর পাড়ে অনুষ্ঠিত হবে, রবিবার জোহরের নামাজের পর বাঁশখালীর কাথরিয়ায় নিজের প্রতিষ্ঠিত মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে উনার বড় ভাইয়ের সমাধির পাশেই সমাহিত করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায় ।
প্রফেসর এসএম আইয়ুব চট্টগ্রাম জেলার কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁর পিতা মাস্টার আবু আহমেদ, মাতা ছৈয়দা নূর জাহান। কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তিনি নুরুল ইসলাম বিএসসি কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও অবস্থিত হাজেরা তজু ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ১ অক্টোবর তারিখে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেছিলেন।
গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থী, বহিরাগত ও প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির যোগসাজশে তাঁকে পদত্যাগের জন্য বাধ্য করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক, প্রিন্টমিডিয়ায় প্রচারিত হয় এরপর সে ঘটনা প্রফেসর এসএম আইয়ুব বিষয়টি মেনে নিতে পারেননি। এ ঘটনার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে তিনি স্বাভাবিক ভাবে আর কারো সাথে কথা বলেন নি এবং বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন বলে পারিবারিক সুত্রে জানা যায় ।
বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত কলাম, প্রবন্ধ, কবিতার সংখ্যা শতাধিক। প্রকাশিত কাব্যগ্রন্থ “আর কত রাত”। প্রফেসর এসএম আইয়ুব নিজ এলাকায় দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সৈয়দ আলফা মিয়াজি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উত্তর বাগমারা মাদ্রাসার ভূমি প্রদান করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রেখেছিলেন। প্রফেসর এসএম আইয়ুব এর মৃত্যুতে বাঁশখালীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সয়গঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ।
আপনার মতামত লিখুন :