শিরোনাম

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে২৮ গুলি ছোড়া সন্ত্রাসী সাতক্ষীরায় গ্রেপ্তার 

অনুজ দেব বাপু, চট্টগ্রাম: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগেরদিন চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। তিনি নগরের চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুরপাড় এলাকার মনু সওদাগর বাড়ির মো. সেকান্দরের ছেলে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের কামালনগর এলাকা থেকে নগরীর চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, গত ৪ আগস্ট চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর একাই ২৮টি গুলি ছোড়েন পেশাদার সন্ত্রাসী তৌহিদুল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর জন্য ৫ হাজার টাকায় চুক্তি করেন। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ কিংবা এর সহযোগী কোনো সংগঠনের পদ-পদবিতে আছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে সে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর এসরারুল হকের সহযোগী। সরকার পতনের পর তৌহিদুল দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গিয়ে আত্মগোপনে ছিলেন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ ও অভিযান) মো. রইছ উদ্দিন জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তৌহিদুলকে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরায় আত্মগোপনরত অবস্থা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে পালানোর চেষ্টায় সাতক্ষীরা গিয়েছিলেন। গ্রেপ্তার তৌহিদুল গত ৪ আগস্ট নগরীর চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি একাই সেদিন ২৮ রাউন্ড গুলি করেছিলেন। তিনি একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত এক ডজন মামলা আছে।

মো. রইছ উদ্দিন আরও জানান, তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটার গান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়