শিরোনাম
◈ ‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের ◈ প্রেসক্লাবে গণঅবস্থানে ব্যাটারিচালিত রিকশা চালকরা, ১২ দফা দাবি ◈ বিরলে বাংলাদেশী মা ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ ◈ মাহফিল বন্ধ করা প্রসঙ্গে যা বললেন এ্যানি ও রেজাউল  ◈ পদত্যাগে বাধ্য করায় বাকরুদ্ধ ছি‌লেন তি‌নি ! অব‌শে‌য়ে মারা গেলেন ◈ আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে : আলোচনায় ঢালাও মামলা ◈ আপনার এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না: মিনা ফারাহকে জামায়াতের আমির ◈ সাকিবের অলরাউন্ড পারফরমেন্সেও হার এড়াতে পারলো না বাংলা টাইগার্স ◈ সহিংসতার সঙ্গে মোদির সংযোগ নেই, নিজ দেশের গোয়েন্দা কর্মকর্তাদের ক্রিমিন্যাল বললেন ট্রুডো! ◈ অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, হতাশার দিন কাটালো মিরাজরা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ১১:২২ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম গ্রেপ্তার

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রাতে তাকে থানাহাজতে রাখা হয়েছে।

গ্রেপ্তার যুবলীগ নেতা শামীম তালুকদার ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুসারী ছিলেন।

ডিবি পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুরের তিনজন সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২৫ জনের নামে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়।

গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম মামলাটি করেন। মামলার বাদীর মেয়েও ছাত্র আন্দোলনে আহত হয় বলে উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারে ৯৮ নম্বর আসামি হিসেবে শামীম তালুকদারের (৪৫) নাম রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়