শিরোনাম
◈ (২৪ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ যে দোয়া ‘জান্নাতের গুপ্তধন’ ◈ সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক: ফোর্বসের দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০২:২৭ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববধূ বিয়ের ৯ দিন পর টাকা-গয়না নিয়ে উধাও

চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে বিয়ের ৯ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন মোছাম্মৎ মেহেরুন্নেছা (২৫) নামের এক নববধূ। বিয়ের ৯ দিনের মাথায় রবিবার (১০ নভেম্বর) বাবার বাড়ি যান নববধূর।

গত ১৮ দিন নববধূকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খুঁজে না পেয়ে অবশেষে থানা পুলিশের কাছে সহযোগিতা চেয়ে অভিযোগ করেছেন বর সানজিদুল ইসলাম ইমন (২২)।

এর আগে, গত ১ নভেম্বর বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট এলাকার আবু তৈয়বের মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মৃত মাসুদ পারভেজের ছেলে সানজিদুল ইসলাম ইমন।

বর সানজিদুল ইসলাম ইমন (২২) বলেন, বিয়ের ৯ দিন পর আমার শাশুড়ি সামশু নাহার ও আমার স্ত্রীর মামাতো ভাই মহিউদ্দিন আমার স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে আসেন। এরপর তারা বেড়ানোর কথা বলে নিয়ে যান। যাওয়ার সময় স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা ছিল সেগুলোও নিয়ে গেছে নববধূ। পরেরদিন বিকালে শ্বশুরবাড়ির লোকজন ফোনে জানায়, আমার স্ত্রী কোথায় বের হয়েছে এখনও ফিরেনি। এরপর থেকে তারা আমাকে আর কোনো তথ্যও দিচ্ছে না। কোনো উপায় না দেখে আমি প্রশাসনের কাছে যায়।

ইমন আরও বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্যসহ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন। এতে আমার সন্দেহ হয় বিয়ের আগে সম্পর্কে থাকা বখতেয়ার নামে এক যুবককে। ধারণা করছি, তার সঙ্গে আত্মগোপনে আছে। তাদের বিভ্রান্তিকর তথ্যে কারণে থানায় অভিযোগ দায়ের করি। বিয়েতে ৩ লাখ টাকা খরচ হয়েছে। দেড় লাখ টাকা একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছি। নতুন বউ যাওয়ার সময় নগদ টাকা স্বর্ণসহ সবই নিয়ে গেছে।

আনোয়ারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ওই নববধূ বাবার বাড়ি থেকে চলে গেছে। ধারণা করা হচ্ছে, এখানে অন্য বিষয় আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়