শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু ◈ বড় ব্যবধানে ওয়েনাডে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী ◈ ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার ◈ গভীর রাতে অনৈতিক কার্যকলাপ, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৪ ◈ দেশে সরকার পরিবর্তন ছাড়া আর কিছু বদলায়নি: গয়েশ্বর ◈ ঢাকা সিটি কলেজ আরও দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত ◈ নতুন কমিশন বরণে প্রস্তুত ইসি, আস্থা ফিরবে তো? ◈ নেদারল্যান্ডস ও স্পেনের ম্যাচ দিয়ে শুরু হবে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল ◈ সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন (ভিডিও) ◈ নির্বাচন যত দেরি হবে, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ: এ্যানি 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকের এ নতুন বাংলাদেশের মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। তাই গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৭ বছর ধরে শিক্ষক, ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতা-কর্মীসহ পেশাজীবী মানুষ শেখ হাসিনার নির্যাতনের শিকার ছিলেন। গণহত্যার দায়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় খুনি হাসিনা। তাঁর বিচার বাংলার মাটিতে হবে।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে তিনি আরও বলেন, এখন দেশের মানুষ নির্বাচন চায়। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। এটি এখনও অব্যাহত রয়েছে। দেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে। তাদের সার্বিক সহযোগিতা করছে বিএনপি। কিন্তু এ সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তাঁর দোসররা। কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। 

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়