গাজীপুরের শ্রীপুরে পিকনিক যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ শিক্ষার্থী।
শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।
পুলিশ জানায়, আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিআরটিসি দ্বিতল বাসে করে স্থানীয় মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে ওই রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে দ্বিতল বাসটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ সময় আহত হয়েছেন ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর পাঁচ শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। তারা সবাই বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, যে সড়কে কোনো দিন বাস চলাচল করে না, সেই সড়ক দিয়ে দ্বিতল বাস নিয়ে পিকনিকে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। যার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়াও বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকায় এমন দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছে। উৎস: সময়নিউজটিভি।
আপনার মতামত লিখুন :