ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নব গঠিত পৌর কৃষক দল দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌছে দেওয়ার কাজ শুরু করেছে । শনিবার সকাল ১০ টায় উপজেলার বলিদাপাড়া গ্রামের দরিদ্র কৃষক আলাউদ্দীনের ৫০ শতক জমির ধান কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করে জাতীয়তাবাদি দলের কালীগঞ্জ পৌর কৃষক দলের নেতা কর্মীরা ।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর কৃষক দলের নব গঠিত কমিটির আহ্বায়ক ক্বারী ফুরকান আলী , সদস্য সচিব ইয়ানুর রহমান , সদস্য জাহিদুল ইসলাম , তৌফিক সহ পৌর কৃষক দলের একাধিক নেতা কর্মীরা । দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া কর্মসূচি শুরু করে পৌর কৃষক দলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী জানান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুুল ইসলাম হামিদের নির্দেশে আমরা দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছি । অনেক চাষী আর্থিক সংকটের কারনে ধান কেটে ঘরে তুলতে পারছেন না । তাই আমরা আমাদের নেতার নির্দেশে এ কর্মসূচি শুরু করেছি ।এধরণের কাজ আমাদের অব্যাহত থাকবে । কালীগঞ্জ পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান জানান , আমরা চাই কৃষকদল কৃষকদের কল্যাণেই কাজ করবে । সে ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করেছি । কৃষকদের উপকারের স্বার্থে আমরা তাদের পাশে সব সময় থাকবো ।
আপনার মতামত লিখুন :