শিরোনাম
◈ আদালত চত্বরে শাজাহান খান ও সোবহানকে ফুলের মালা পরিয়ে দিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মীরা ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ল ◈ শুরু হয়েছে আইপিএল নিলাম: প্রথম খেলোয়াড়ের দাম উঠল ১৮ কোটি ◈ নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি ◈ অন্য কোনো দেশে আশ্রয় না পেলে কী করতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যা বললেন ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে ◈ সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি ◈ নয়াদিল্লি ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার নিয়োগ ◈ বান্দরবানের গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত ◈ বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার  আমবাগান নামক স্থানে ইমরান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের আমবাগান  মুন্দিয়া  নামক স্থানে এ ঘটনা ঘটে।


নিহত ইমরান হোসেন বরিশালের বাকেরগঞ্জ এলাকার সুলতান আলীর ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে উপজেলার বারবাজার এলাকায় যাচ্ছিলেন ইমরান। পথিমধ্যে আমবাগান মুন্দিয়া  নামক স্থানে পৌঁছালে সামনে চলা যানবাহন  ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী জানান, গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে আনা হয়। এরপর সন্ধ্যা ৬ টার দিকে সে মারা যায়।

বারবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়