শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১১:৫২ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে দুই বছর আগে হামলার অভিযোগে করা মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দারসহ তিন আসামির নাম উল্লেখ করে শুক্রবার ভোরে মামলাটি করেন সারঙ্গদিয়া গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ। মামলার এজাহারে বাদী নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে উল্লেখ করেছেন।

বাদীর অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দার তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং আওয়ামী লীগে যোগ দিতে চাপ দেন। চাঁদা না দেওয়ায় ২০২২ সালের ১২ মে সকালে সারঙ্গদিয়া গ্রামে ডেইরি ফার্মের সামনে আসামিরা বাদী মো. আবু সাঈদের ওপর হামলা করেন। আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে বাদী গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তখন মামলা করতে পারেননি বলে দাবি মামলার বাদীর।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে করা মামলায় শুক্রবার সকালে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়