মোফাজ্জল হোসেন, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়া গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে আফজাল হোসেন, মারফত আলী, তৈয়ব আলী ও রেন্টু সহ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকগণ ।
স্থানীয় সুত্রে জানাযায়, ডাহার বিলে সরকারি খাস জমি রয়েছে প্রায় ৬২ বিঘা। ওই এলাকার অসহায় কৃষকদের নিজস্ব কোন পুকুর না থাকায় ওই জলাশয় থেকে মাছ ধরে তাদের আমিষের চহিদা পূরনসহ জীবিকা নির্বাহ করে থাকেন। বর্তমানে ওই সরকারি জলাশয় লিজ না নিয়েই অবৈধভাবে দখল করেছেন অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিরা। কৃষকরা সেখানে মাছ ধরতে গেলে দেওয়া হচ্ছে হুমকি। তাই কৃষকদের একটাই দাবি জলাশয়টি যেন আগের মতো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
স্থানীয়রা কৃষকরা অভিযোগ করে বলেন, আমরা বাব-দাদার আমল থেকে ওই জলাশয়ে মাছ শিকার করি । তবে এখন আমাদের সেই উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছিনা। আমরা ওই বিলে মাছ ধরতে গেলে অভিযুক্তরা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু একটা সমাধান চায়।
এ বিষয়ে দূর্গাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, জলাশয়টি ৬ বছেরের জন্য লিজ দেওয়া হয় কিসমত হোজা মৎস্যজীবী সমবায় সমিতির নামে। সেখানে যদি অন্যকেউ দখলের চেষ্টা করে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, কিসমত হোজা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ৬ বছরের জন্য লিজ দেওয়া জলাশয়ের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :