শিরোনাম
◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ ◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায়? রাজনীতিতে আলোচনায় ‘মাইনাস টু-মাইনাস ফোর’ ◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০১:৪৯ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক ফেল করায় প্ল্যাটফর্ম থেকে দুই কিলোমিটার দূরে থামলো ট্রেন

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীর ডোমার স্টেশনে  যাত্রা বিরতি দেয়ার আগে ব্রেক ফেল করে চিলাহাটি থেকে খুলনাগামী 'সীমান্ত এক্সপ্রেস' ট্রেন। প্ল্যাটফর্মে না থেমে স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। তবে কোন দূর্ঘটনা হয়নি। 

বৃহষ্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭.২০ মিনিটে নীলফামারীর ডোমার রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ডোমার রেল স্টেশনে গিয়ে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী 'সীমান্ত এক্সপ্রেস' ট্রেন সন্ধ্যা ৭.০৫ মিনিটে ডোমার পৌঁছানোর নির্ধারিত সময় থাকলেও কিছুক্ষণ বিলম্ব হওয়ায় ৭.১২ মিনিটে ডোমার রেল স্টেশনে পৌঁছায়। কিন্তু দ্রুত গতিতে থাকা ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে সামনে চলে যায়। এক পর্যায়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে দাড়ায় ট্রেনটি। পরে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে ফিরে আসে।

ট্রেন যাত্রী রতন ইসলাম বলেন, ‘ডোমার রেলগেট অতিক্রম করার পর প্ল্যাটফর্মে নামার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু প্ল্যাটফর্মের কাছাকাছি এসেও স্বাভাবিক গতি ছিলোনা টেনের। এতে আমরা কয়েকজন যাত্রী ভয় পাই। পরে মনে হয়েছিল ট্রেনের ড্রাইভার হয়তো ঘুমিয়ে পড়েছে। পরে ট্রেনটি আনুমানিক দুই কিলোমিটার দূরে থামার পর আমরা সেখানেই নেমে যাই। পরে জানতে পারি ট্রেনটি ব্রেক ফেল করেছে।’ আলমগীর হোসেন নামে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আরেক যাত্রী বলেন, ‘সৈয়দপুর যাওয়ার জন্য দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। স্টেশনে মাইকিংয়ে বলা হচ্ছে প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থামবে। ট্রেন এলো, কিন্তু থামল না। হঠাৎ অনেকে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে।’

ট্রেনটির চালক আসাদুজ্জামান খান ও গার্ড হুমায়ুন কবীর খান জানান, ‘সাধারন ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেকদূর গিয়ে জরুরী ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। এতে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে আসে। ডোমার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাবু হোসেন জানান, 'আমরা মাইকে বরাবরের মতো ঘোষনা দিচ্ছিলাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামবে। কিন্তু ব্রেক ফেল হওয়ায় কারনে দুই কিলোমিটার দূরে চলে যায়। এসময় যাত্রীদের যাত্রার সাময়িক বিঘœ ঘটে। ট্রেনটি বেগ হয়ে এসে যাত্রী নিয়ে ৭.৫০ মিনিটে রওনা দেয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে এলাকায় কেউ ক্ষতির সম্মুখীন হয়নি'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়