শিরোনাম
◈ পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও) ◈ পুলিশের ৫৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ◈ অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড দেউলিয়া ঘোষণা : বাংলাদেশে হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে ◈ আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত ◈ কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ◈ ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল(ভিডিও) ◈ খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা ◈ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম ◈ শুক্রবার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু ◈ সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আনন্দিত: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন ও লালমোহনে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে।  বোরহানউদ্দিনে কলা বাগান থেকে ইসরাক হোসেন (৫) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। ইসরাক হোসেন একই এলাকার সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র ছেলে। 

ইশরাক হোসেনের মামা নয়ন জানান, সকাল ৯টা থেকে ভাগনেকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, একটি শিশুর মরদেহ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত চলছে। পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান। এছাড়াও লালমোহনে অটোর ধাক্কায় ও নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে  উপজেলার হরিগঞ্জ বাজার এলাকায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু সিফাত (৭) নিহত হয়। শিশু সিফাত ওই এলাকার টিটব হাওলাদারের ছেলে। 

সিফাতের স্বজনরা জানান, বিকেলের দিকে বাড়িতে খেলছিল সিফাত। এ সময় খেলার ছলে দৌড়ে বাড়ি সংলগ্ন সড়কের ওপর উঠে যাওয়ায় সামনের দিক থেকে  বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

এছাড়াও একই দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুবর্ণা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু উপজেলার কালমা ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মো. শরীফের মেয়ে। সুবর্ণা কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার স্বজনরা তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার শ্রাবন্তী দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়