শিরোনাম
◈ ‘কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে’ নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কী? ◈ ক্রিকেটার আকবর আলী জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ  ◈ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ◈ ৩০০ বিষধর মাকড়সাসহ বিমানবন্দরে ধরা পড়ল পাচারকারী! ◈ উপজাতি ভোট ভাগ করতেই ঝাড়খণ্ডে বিজেপি মুসলমানদেরকে ‘বাংলাদেশী’ তকমা দিচ্ছে ◈ অটোরিকশা চালকদের অবরোধে দিনভর ভোগান্তি, অবশেষে মুক্ত  ◈ নতুন সিইসি কে এই নাসির উদ্দীন ◈ ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া ◈ খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা ◈ সেনাকুঞ্জের অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে পাশাপাশি বসেন, কথা বলেন খালেদা জিয়া

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২০, সড়ক অবরোধ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত ও আরো ১৮ থেকে ২০জন আহত হয়েছে।  বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ভ 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার খবুর উদ্দিনের মেয়ে নিপা আক্তার (২৮) ও একই ইউনিয়নের বড় জেঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীর নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে বাসচালক ছানোয়ার হোসেনের (৩৮) অবস্থা আশঙ্কাজনক অবস্থা এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় । তিনি বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার আওলাদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, রাতে খাগুর্তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে স্থানীয় ও বাসের যাত্রীসহ অন্তত ১৮-২০ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ধামরা শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলস্ লিমিটেডে তিন দফা দাবি নিয়ে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন প্রায় দুই ঘন্টা। এসময় সড়কের দুই পাশে প্রায় পাচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় শ্রমিকেরা দাবি করেন  ১.দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ৩. সাধারণ ছুটি ঘোষণা করতে হবে।  ৩. যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে খাগুর্তা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি। তিনি জানান, নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলস্ লিমিটেড  নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তবে কতজন আহত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে আরিচা মহাসড়কে গার্মেন্টসের শ্রমিকরা অবরোধ করে, পরবর্তীতে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়