শিরোনাম
◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মা মেয়ে নিহত

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মা মেয়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে(২১নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। বুধবার ২০নভেম্বর) ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার কুটিবাড়িচরকান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন-ভাঙ্গা পৌরসভা এলাকার কুটিবাড়িচরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম(৫০) ও মেয়ে আছিয়া আক্তার(০৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার(২০ নভেম্বর) বিকেলে মা ও মেয়ে দুইজন  মনসুরাবাদ গুচ্ছগ্রামে এক আত্মীয়কে দেখতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনার ঘটে। 

মুনসুরাবাদ থেকে ভাঙ্গার উদ্দেশ্যে একটি সুজুকি কোম্পানির মোটরসাইকেল(ফরিদপুর ল-১১-৪৯১২)ঘটনাস্থলে পৌঁছালে মা-মেয়েকে ধাক্কা লাগলে  দিলে মা ও মেয়ে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মা সাজেদা বেগম রাতে ফরিদপুর মেডিকেল হাসপাতালে  মারা যান এবং মেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। 

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকি জানান, মোটরসাইকেল চাপায়  মা মেয়ে দুইজনই মারা যান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছেন, চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে, এবং মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়