শিরোনাম
◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা: সারজিস আলম ◈ ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর পক্ষে-বিপক্ষে নানা মত ◈ পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে রাস্তায় ব্যারিকেড, বন্ধ হবে ইন্টারনেট ◈ দেশে জ্বালানি তেলের দাম কত কমানো সম্ভব, জানালো সিপিডি ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৪:৫২ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী (৫৫) নামে এক  শিক্ষক মারা গেছেন।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গুরুতর আহত আবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মিজানুর রহমান নামে আরেক  শিক্ষক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত এসকেন্দার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে ও গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আহত শিক্ষক মো. মিজানুর রহমান  বলেন, প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের বাসায় বসবাস করেন। আমিও শহরে থাকি। সেখান থেকে আমরা প্রতিদিন মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়া-আসা করি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে প্রধান শিক্ষক এসকেন্দার আলী আর আমি মোটরসাইকেলে করে স্কুলে আসছিলাম।

পথে কানাইপুর ইউনিয়নের রামখণ্ড মোড়ে গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রধান শিক্ষক মাথায় প্রচণ্ড আঘাত পান।

আমি সামান্য আহত হই। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যালে রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়