ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় সিফাত (৭) শিশু নিহত হয়েছে। এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুবর্ণা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হরিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু সিফাত ওই এলাকার টিটব হাওলাদারের ছেলে।
সিফাতের স্বজনরা জানান, বিকেলের দিকে বাড়িতে খেলছিল সিফাত। এ সময় খেলার ছলে দৌড়ে বাড়ি সংলগ্ন সড়কের ওপর উঠে যাওয়ায় সামনের দিক থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও একই দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুবর্ণা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু উপজেলার কালমা ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মো. শরীফের মেয়ে। সুবর্ণা কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার স্বজনরা তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার শ্রাবন্তী দাস।
আপনার মতামত লিখুন :