শিরোনাম
◈ ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শেখ মোঃ সাজ্জাত আলী ◈ এবার ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ◈ মারামারি কাণ্ডে বিসিবিতে তোলপাড়! ◈ আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ◈ সৌদি আরবের সাম্প্রতিক একটি ফ্যাশন শো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে ◈ মানুষের ভোগান্তি চরমে, স্থবির হয়ে আছে মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ◈ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন ◈ জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার ◈ নিপীড়িতের পক্ষে আছি, যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব : জেড আই খান পান্না ◈ ভিডিওতে হাসিনাকে নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প : এএফপির ফ্যাক্টচেক (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০১:৪২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমোহনে অটোর ধাক্কায় ও নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় সিফাত (৭) শিশু নিহত হয়েছে। এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুবর্ণা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হরিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু সিফাত ওই এলাকার টিটব হাওলাদারের ছেলে।

সিফাতের স্বজনরা জানান, বিকেলের দিকে বাড়িতে খেলছিল সিফাত। এ সময় খেলার ছলে দৌড়ে বাড়ি সংলগ্ন সড়কের ওপর উঠে যাওয়ায় সামনের দিক থেকে  বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

এছাড়াও একই দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুবর্ণা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু উপজেলার কালমা ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মো. শরীফের মেয়ে। সুবর্ণা কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার স্বজনরা তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার শ্রাবন্তী দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়