শিরোনাম
◈ সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় গেলে বিএনপি আরেকটি ‘আওয়ামী লীগে’ পরিণত হতে পারে ◈ হোয়াটসঅ্যাপ আনলো চমকপ্রদ ফিচার ◈ এক বছরেই ভোট চান ৬১.১ শতাংশ মানুষ, সংস্কার শেষে ৬৫.৯ শতাংশ ◈ বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা, : বড় পতনের পর সোনার দামে বড় লাফ ◈ রবিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বড় পরিবর্তন আসছে প্রাথমিকে, সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন ২০ হাজার পদ ◈ পিকনিক বাসে বিদ্যুতের তার, প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে বিপুল বিদেশী মদ-বিয়ারসহ গ্রেফতার ৩

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ার সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২৫টি বিদেশী মদের বোতল, ৪০০টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়। 

বুধবার রা‌তে গোপন সংবাদে খবর পেয়ে শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনকিরচর সড়কের ওপর এ অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারী চন্দনাইশ দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া হাছন দন্ডী চৌধুরী বাড়ীর জামাল আহমেদর পুত্র শোয়েব হোসেন (৩০), ফেনী দাগনভূইয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া মুন্সি বাড়ি (বর্তমান ঠিকানা চকবাজার ভিলি রোড, ১১১/১২ চান মিয়া মুন্সী ইসহাক বিল্ডির চট্টগ্রাম) এর আমিন উল্লার পুত্র হেমায়েত উল্লাহ (৩৬) ও গাইবান্ধা সদর ৯ নম্বর ওয়ার্ডের মধ্য আনালের তারিক হাফিজার বাড়ি এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়। 

বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, 'মাদককারবারীরা অবৈধভাবে সাগর পথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাঁশখালী এসএস পাওয়ার প্লান্টের কয়লা জেটি ঘাটে মাইক্রোবাসে করে এনে এসব বিদেশি মদ ও বিয়ার চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করলে বিপুল মাদকসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট মাইক্রোবাস জব্দ করা হয়।'

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ গন্ডামারা সড়কে অভিযান চালিয়ে বিদেশী মদসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে আমাদের চৌকস পুলিশের একটি টিম। আসামীদেরকে বিজ্ঞ সিরিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়