শিরোনাম
◈ সিটি কলেজ সরিয়ে নেওয়াসহ ১১ দফা দাবি ঢাকা কলেজের ◈ পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের ◈ মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের খরচ ১ হাজার ২৬১ কোটি টাকা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের উত্তর প্রদেশে ৫১৩ মাদ্রাসা বন্ধ ◈ স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে ভরে ১৪৫ কিলোমিটার দূরে ফেলে এলো স্বামী ◈ ফরিদপুরে দেড়শো পরিবার বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে ◈ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা মাহফুজ (ভিডিও) ◈ ‌‘রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনালে’ ◈ দীর্ঘ ১২ বছর পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন খালেদা জিয়া

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৯:১২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইকগাছা সহকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ 

শেখ সেকেন্দার আলী,পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে অপসারণের দাবিতে ক্লাস রুমে তালা দিয়ে ক্লাশ বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ঋতুর নেতৃত্বে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈরবী রানীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগে আজ আমরা রাস্তায় নেমে অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষিকা বৈরবী রানী রায় ৭ই মে ২৪ তারিখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ , ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা। 

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষিকার, তিনি না থাকলে আমরা অসহায় হয়ে শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে পারি না। 

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও থানা ওসি মোঃ সবজেল হোসেন ঘটনাস্থলে আসেন। এসময় প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা বিস্তারিত কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থী ঋতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। সিনিয়র শিক্ষক আঃ ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়