শিরোনাম
◈ পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের ◈ মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের খরচ ১ হাজার ২৬১ কোটি টাকা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের উত্তর প্রদেশে ৫১৩ মাদ্রাসা বন্ধ ◈ স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে ভরে ১৪৫ কিলোমিটার দূরে ফেলে এলো স্বামী ◈ ফরিদপুরে দেড়শো পরিবার বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে ◈ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা মাহফুজ (ভিডিও) ◈ ‌‘রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনালে’ ◈ দীর্ঘ ১২ বছর পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন খালেদা জিয়া ◈ নারী ফুটবলারদের হাতে ২০ লাখ টাকা তুলে দিলো বিসিবি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাচারের শিকার ২৪ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

আইরিন হক, বেনাপোল(যশোর) : ভাল কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর ও কিশোরিকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার(২০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে তাদের হস্তান্তর করা হয় 

ফেরত আসা কিশোর ও কিশোরীরা সাতক্ষীর,পটুয়াখালি,কক্সবাজার সহ বিভিন্ন জেলার বাসিন্দা। এদেরকে কেউ ভাল চাকুরী,কেউ বাসাবাড়িতে কাজের কথা বলে নিয়ে গেলেও  প্রতারনা করে ঝুকিপূর্ন কাজে জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছিল।

পুলিশের কার্যক্রম শেষে আইনী সহয়তার জন্য রাইটস যশোর,জাস্টিস এন্ড কেয়ার ও বাংলাদেশ মঞিলা আইনজীবি সমিতি নামে ৩ টি এনজিও সংস্থা তাদের গ্রহন করেছে। 

পুলিশ ও মানবাধিকার কর্মকতারা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে দালাল চক্র তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভন্ন সেল্টার হোমে রেখে দেয়। পরে দুই দেশের রাষ্ট্রয়ি সহয়তায় ট্রাভেল পারমিটে  তারা দেশে ফেরার সুযোগ পায়। পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধারকৃত বাংলাদেশিরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি রাসেল মিয়া জানান, আইনী প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদেরকে পোর্টথানা থেকে আইনি সহয়তা ও কর্মসংস্থান সুবিধা দিতে গ্রহন করেছে তিনটি এনজিও প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়