শিরোনাম
◈ ২০১৮ সালের পর  এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন খালেদা জিয়া  ◈ এবার শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা ◈ যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ-চীনের জায়গা নিজেদের হিস্যা বাড়ানোর আশা করছে ভারত ◈ প্রশাসনে তিন পদে রদবদল ◈ ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারির মধ্যেও সংঘর্ষ-আগুন ◈ নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ◈ সুখবর, দুই লাখ বিদেশি কর্মী নেবে জার্মানি ◈ এমন শিক্ষাব্যবস্থা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগকে ভোটে নিতে বলেনি বিএনপি, দাবি ফখরুলের  (ভিডিও) ◈ বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: মার্কিন নেতা সাজিদ তারার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৫:০৭ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার; গ্রেপ্তার ২

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঝাউবন কালীবাড়ি এলাকার মাসুদ রানার স্ত্রী ফেন্সি আরা বেগম শিউলি (৩৫) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট গোরস্থান বিহারী ক্যাম্প এলাকার মোঃ আজাদের স্ত্রী গুরীয়া পারভিন (৪৫)।  

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রীবেশে দুই নারী মাদক কারবারি ফেনসিডিল নিয়ে পাচারের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে দুপুরে ট্রেনটি পৌঁছালে থানার উপ-পরিদর্শক নরেন চন্দ্র ও রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানকালে ট্রেনের বগি থেকে যাত্রীবেশে থাকা ওই দুই নারী মাদক কারবারিকে ১১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়