মাসুদ আলম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বুধবার বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন ও সর্বস্তরের সদস্যদের দরবার ও মতবিনিময় করেন।
তিনি ময়মনসিংহ রেঞ্জ ও জেলা কার্যালয়সহ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি দেশের সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই বৃহৎ বাহিনীকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
এরপর মহাপরিচালক ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন।
কালাদহ ক্লাব পরিদর্শনকালে তিনি বলেন, কালাদহ ভিডিপি মডেল বাংলাদেশের সব জায়গায় পৌছে দিতে পারলে আমাদের আর পিছনে তাকাতে হবে না। বাংলাদেশ পুনর্জম্মের যে সুযোগ তৈরি হয়েছে তাতে কালাদহ মডেল অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আগামীতে সকল সদস্যদের অনুপ্রাণিত করতে অবদান রাখবে।
ডিজি আরও বলেন, কালাদহ অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর্থ সামাজিক উন্নয়নে কালাদহ আনসার-ভিডিপি ক্লাব হবে সারা দেশের ভিডিপি সক্ষমতার মডেল।
এছাড়া বুধবার তিনি নালিতাবাড়ী,শেরপুরে অবস্থিত ৩২ আনসার ব্যাটালিয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন।
আপনার মতামত লিখুন :