হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ কার্যালয়ের নির্মাণাধীন ভবনের ৫ তলার উপর থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে।
আহত নির্মাণ শ্রমিক কামরুল হোসেন (৩৫) নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের জালাল মিয়ার ছেলে। কামরুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্মাণ কাজের সরদার মোশারেফ হোসেন জানান, নগরকান্দা উপজেলা পরিষদ কার্যালয়ের পুরাতন ৪তলা ভবনের উপরে ৫তলা ভবন নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নির্মাণ শ্রমিক কামরুল হঠাৎ ভবনের ৫তলার উপর থেকে নিচে পড়ে যায়।
স্থানীয়রা জানান, নির্মাণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারি বরাদ্দ রয়েছে। কিন্তু নগরকান্দা উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
ভবনের নির্মাণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টি স্বীকার করে নগরকান্দা উপজেলা প্রকৌশলী মো. আব্দুল খালেক বলেন, মোটামুটি ৭০% নিরাপত্তা ব্যবস্থা আছে। আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :