শিরোনাম
◈ মাঝরাতে ঐক্যের ডাক দিয়ে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট ◈ ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত ◈ রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস ◈ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করবে ◈ ছাত্রদল ও বামদলগুলোর প্রশ্ন- এখানে ছাত্রশিবির কেন? ◈ সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বিনিয়োগের সুরক্ষা চান এস আলম ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলনকে ঘিরে ১৪৪ ধারা জারি ◈ দুর্বল তিন ব্যাংককে আরও ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা ◈ ঝিনাইদহে ক্ষুধার যন্ত্রণায় হনুমানের দল কখনো কখনো বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট করছে ◈ হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে, পালিত হচ্ছে হ্যালোইনও ! (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৩:০৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, বাঞ্ছারামপুর পৌর এলাকায় ১৪৪ ধারা

বিএনপির দুই পক্ষ একই জায়গায় ও একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা দিয়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আবুল মনসুর মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধরা বহাল থাকবে। এই সময়ে কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।'
 
সূত্রমতে, বুধবার সকালে বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা। এর মধ্যে সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক কাউন্সিলের বিরোধিতা করে সোমবার মিছিল করেন। 

অভিযোগ ওঠে, মিছিলে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের অনুসারী আরেকটি পক্ষ হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হন।

কাউন্সিল নিয়ে স্থানীয় নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা ঘোষণা করে।

উল্লেখ, গত ২৩ অক্টোবর বাঞ্ছারামপুর, কাসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও পৌর বিএনপির কাউন্সিল ঘোষণা করে কেন্দ্র। উৎস ডেইলিস্টার বাংলাা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়