আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মালামাল পরিবেশকের ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ঢুকে ব্যবসায়ী ইসলাফিল আলী ও তার স্ত্রী কল্পনা বেগমকে মারপিট করে ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর দেড় টায় আদমদীঘি উপজেলার পুর্ব ঢাকারোড নামক স্থানে আব্দুর রউফ ভুট্টুর ভাড়ার গুদামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলার উথরাইল গ্রামের মালামাল পরিবেশক ব্যবসায়ী ইসলাফিল আলী বাদি হয়ে বড়আখিড়া আদর্শ গ্রামের সহিদ, রেজাউল প্রামানিকসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ব্যবসায়ী ইসলাফিল আলীর অভিযোগ , তিনি পুর্ব ঢাকারোডে আব্দুর রউফ ভুট্টুর গুদাম ভাড়া নিয়ে প্রায় ৭ বছর যাবত কয়েল, নেক্সট ফুড ও ডিলাইট কোম্পানীর পরিবেশক হিসাবে ব্যবসা করে আসছিলেন। হামলাকারীরা বেশ কিছু দিন যাবত এতে বাঁধা দিয়ে আসছিল। এ নিয়ে ইসলাফিল আলীর সঙ্গে বিরোধ চলছিলো।
গত সোমবার দুপুর দেড় টায় এরই জের ধরে হামলাকারীরা দলবদ্ধ ভাবে ব্যবসায়ী ইসলাফিলের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে এলোপাথারি মারপিট করে। এ সময় তার স্ত্রী কল্পনা বেগম এগিয়ে এলে তাকেও মারপিট করে। এরপর হামলাকারীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে ৫ লাখ ৩ হাজার ২৪৩ টাকা ও স্ত্রী কল্পনা বেগমের কানের দুল ও গলার সোনার চেইন জোড়পুর্বক ছিনিয়ে নিয়ে যায়।
তদন্তকারি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, বিষয়টি তদন্তাধিন রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :