শিরোনাম
◈ আদালতে আমু, কামরুল ও শাজাহান খানের ব্ক্তব্য নিয়ে নানা মন্তব্য ◈ রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ (ভিডিও) ◈ প্রাকৃতিক সম্পদের শীর্ষে থাকা ধনী ১০ দেশ ◈ দুধ দিয়ে গোসল করে ৩২ মেনে নিয়ে ৩৫ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন শুভ (ভিডিও) ◈ দীর্ঘদিন আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা: ভারতে পালানোর সময় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক ◈ এবার প্রকাশ্যে এলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি ও সেক্রেটারি ◈ দেশের সামাজিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ডিজির নির্দেশনা ◈ সারদায় ফের এএসপি ও এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত ◈ পুলিশের সাবেক ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল ◈ আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা গণশত্রু: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০৪:১৬ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার দফা দাবি আদায়ে ফরিদপুরে ম্যাটসের কর্মসূচি অব্যাহত 

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে ম্যাটসের কর্মসূচি অব্যাহত রয়েছে। দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  আজ মঙ্গলবার সকাল ১১ টায়  টানা ২০তম দিনের মত কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।  সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক শেখ নাঈম আবরার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র  প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার, রাকিব, আতিকা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। পরে একযোগে সারাদেশের ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। তারপরও সরকারের টনক নড়ছে না। আমাদের দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি না মানা পর্যন্ত কোন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহন করা হবে না। উল্লখ্য, দাবীসমূহ পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ফরিদপুর ম্যাটসের কর্মসূচি অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়