শিরোনাম
◈ রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ (ভিডিও) ◈ প্রাকৃতিক সম্পদের শীর্ষে থাকা ধনী ১০ দেশ ◈ দুধ দিয়ে গোসল করে ৩২ মেনে নিয়ে ৩৫ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন শুভ (ভিডিও) ◈ দীর্ঘদিন আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা: ভারতে পালানোর সময় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক ◈ এবার প্রকাশ্যে এলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি ও সেক্রেটারি ◈ দেশের সামাজিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ডিজির নির্দেশনা ◈ সারদায় ফের এএসপি ও এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত ◈ পুলিশের সাবেক ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল ◈ আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা গণশত্রু: হাসনাত আবদুল্লাহ ◈ বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কমনওয়েলথ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে লিফলেট বিতরণ শেষে সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে অংশ নেন তারা। 

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা নিয়ে সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।

জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে বলেন, শিক্ষাঙ্গনে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল। 

তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় তারা জানিয়েছে, একবিংশ শতাব্দিতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনী সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চায়না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি অত্যবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মান করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশিদারিত্বের ভিত্তিত্বে আমরা করতে চাই।  

নাসির উদ্দীন আরো বলেন, গত ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।
 
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছেন অনেকে। সকল স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে আসেনি। পাঠ্যবই গুলোতে ওয়াসিমের কথাও তুলে ধরা প্রয়োজন বলে আমি মনে করি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়