শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ১১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি ও বিশ্বব্যাংক ◈ ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা ◈ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, বেঁকে বসলেন নেতানিয়াহু ◈ হাইকোর্টের সেই তিন বিচারপতির পদত্যাগ ◈ টিসিবি ট্রাকের মাধ্যমে ৪০ টাকা কেজি আলু বিক্রি করবে ◈ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা ◈ ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রীসহ ১০৬ নামে নাশকতার মামলা ◈ আমি মিডিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত ◈ ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের পথে যেসব চ্যালেঞ্জের কথা জানাল টিআইবি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইকগাছায় আকিজ ডেইরি ফার্মের ল্যাব সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

শেখ সেকেন্দার আলী,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছায় আকিজ ডেইরি ফার্মের ল্যাব সহকারী আলামিনুর রহমান(২০) এর গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে তিন টার দিকে উপজেলার হরিঢালী ইউপির মাহমুদকাটি বাজারে ভারাটিয়া বাসায়। নিহতের বাড়ি সৈয়দপুর জেলার বিমানবন্দর এলাকার মুন্সিপাড়ার মৃত সোহেল রানার পুত্র। 

আকিজ ডেইরি ফার্মের সুপারভাইজার মোঃ আরিফ জানান, কয়েক সপ্তাহ আগে পারিবারিক ভাবে সমস্যায় ভুগছেন বলে আমাকে জানায়। গতকাল সোমবার(১৮ নভেম্বর)ডিউটি করে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে যায়।‌ প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোর তিনটার দিকে দুধ নিতে গাড়ি এসে ডাকা ডাকি করলে কোন সাড়া না পেলে দরজা কেটে (ছোট ছিদ্র) করে দেখতে পায়,আলামিনুর গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। এসময় বাজারের নাইটগাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। 

আলামিনুর রহমানের সাথে আর কেউ থাকতো কিনা জানতে চাইলে তিনি বলেন, তার সহপাঠী  দুই জন মোঃ মাহফুজ রানা ও মোঃ ছালেকিন ছুটিতে ছিল। ডেহরী ফার্মের সামনে অবস্থিত আলামিনুর রহমানের বন্ধু সাইকেলে মিস্ত্রী ঈদয় জানান, সোমবার সারাদিন স্বাভাবিক ছিল। রাত ১০ টার দিকে একসাথে কোমল পানীয় পান শেষে আলামিনুর ফার্মে চলে যায়। রাত ১১ টার দিকে আমি বাড়িতে যাওয়ার সময় দেখি আলামিনুর তার রুমে শুয়ে আছে(দরজা খোলা ছিল)। কয়েক বার ডাক দিলেও সাড়া না পেয়ে চলে যায়। সকালে জানতে পারি তার লাশ উদ্ধার করা হয়েছে। 

এলাকাবাসী জানায়, সে খুব ভালো ছিল। থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের জন্য অপেক্ষা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়