শিরোনাম
◈ রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ (ভিডিও) ◈ প্রাকৃতিক সম্পদের শীর্ষে থাকা ধনী ১০ দেশ ◈ দুধ দিয়ে গোসল করে ৩২ মেনে নিয়ে ৩৫ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন শুভ (ভিডিও) ◈ দীর্ঘদিন আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা: ভারতে পালানোর সময় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক ◈ এবার প্রকাশ্যে এলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি ও সেক্রেটারি ◈ দেশের সামাজিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ডিজির নির্দেশনা ◈ সারদায় ফের এএসপি ও এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত ◈ পুলিশের সাবেক ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল ◈ আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা গণশত্রু: হাসনাত আবদুল্লাহ ◈ বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কমনওয়েলথ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ব্যবসায়ীর ৩ লাখ টাকা হাতিয়েছে নিয়েছে প্রতারক চক্র

ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মোহাম্মদ তোতা নামের কাঠ ব্যবসায়ীর কাছ থেকে প্রতারক চক্র ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর সোমবার দুপুরের দিকে কালীগঞ্জ শহরের ছন্দা হল এলাকায়। এ ঘটনায় ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে ওই ব্যবসায়ী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনার দিন তিনি বেলা ১১টার দিকে  তিনি কালীগঞ্জ শহরে অবস্থিত সোনালী ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি ব্যবসা প্রতিষ্ঠান শহরের কাঠাল বাগানের উদ্দেশ্যে বের হয়। এসময় ছন্দা সিনেমা হলের পাশে আসলে একটি ইজিবাইক নিয়ে অপরিচিত এক ব্যক্তি তাকে কয়েকটি বিদেশী টাকার নোট দেখিয়ে কোথায় ভাঙ্গানো যাবে জানতে চায়। তিনি এ ব্যপারে কিছু জানি না বললেও তারা বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। এক পর্যায়ে তোতার কাছে থাকা ৩ লাখ টাকা প্রতারনার মাধ্যমে নিয়ে চলে যায়। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আমি রাতেই কালীগঞ্জ থানায় যোগদান করেছি। বিষয়টি এখনো আমি জানি না। প্রতারনার মাধ্যমে টাকা নিয়ে নেওয়ার বিষয়ে অভিযোগ দিয়ে থাকলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়