অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে মোট ১৪ জনের মৃত্যু হল। চলতি বছরের অক্টোবর পর্যন্ত দশ মাসের মধ্যে কোনো মাসে এত মৃত্যু হয়নি। এসময়ে চট্টগ্রামে আরও ৩৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বর মাসের গত ১৭ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৭০৯ জন। সোমবার (১৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, রোববার (১৭ নভেম্বর) রাত দুইটার দিকে বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা ওমর ফারুক (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। একই হাসপাতালে ১৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা শাবানা (৩০) রোববার (১৭ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে মারা যান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ৩৫ জনের মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ২০, পুরুষ ১৫ এবং শিশু ৪ জন। চলতি নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয় গত সেপ্টেম্বরে। অক্টোবরে মারা গেছেন ৯ জন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২ জন, মার্চ, জুলাই ও আগস্টে একজন করে মারা যান।
আপনার মতামত লিখুন :