শিরোনাম
◈ মিরপুরে আবাসিক হোটেলে ঝটিকা অভিযানে নারী-পুরুষসহ আটজন গ্রেফতার ◈ অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ  ‘শাটডাউন’ ঘোষণা (ভিডিও) ◈ আলুর দাম ৪০০ টাকায় উঠে গেছে, এটি একটি বিভ্রান্তিকর প্রতিবেদন : প্রেস সচিব ◈ সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান যেভাবে পালিয়ে যান লন্ডনে(ভিডিও) ◈ বাংলাদেশে অস্থিরতা, ভারতে যাচ্ছে তৈরি পোশাকের অর্ডার! ◈ ‘সবাই হাসেন আর আনন্দ করেন’, আদালত চত্বরে ইনু (ভিডিও) ◈ পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্কে আর বাধা নেই ◈ একের পর এক দাবি সামাল দিতে বেসামাল অন্তর্বর্তী সরকার ◈ বগুড়ার নবান্ন উৎসবকে কেন্দ্র করে নতুন আলুর কেজি ৪০০ টাকা! ◈ সচিবালয়ে অনশনে তিতুমীরের ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ১২:০৪ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নবান্ন উৎসবকে কেন্দ্র করে নতুন আলুর কেজি ৪০০ টাকা!

অগ্রহায়ণ মাস মানেই নতুন ধান, নতুন চাল আর নবান্ন উৎসবের রঙিন আমেজ। তবে এবার বগুড়ার নবান্ন উৎসব শুধু আনন্দ নয়, আতঙ্কেরও বটে। নবান্ন ঘিরে নতুন ফসলের বাজারে প্রাণচাঞ্চল্য বাড়লেও দাম আকাশচুম্বী। এতে হতাশা ব্যক্ত করেছেন ক্রেতারা।

রোববার (১৭ নভেম্বর) সকালে বগুড়ার রাজাবাজার, ফতহে আলী বাজার ও অন্যান্য বাজার ঘুরে দেখা যায়, নবান্নের চাহিদা পূরণে বাজারে প্রচুর নতুন পণ্য উঠেছে। তবে দাম ঊর্ধ্বমুখী। নতুন আলু (পাগড়ি জাত) প্রতি কেজি ৩৬০-৪০০ টাকা, পাতা পেঁয়াজ ৯০-১০০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি পিস ৬০-৭০ টাকা, টমেটো কেজি ২৪০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিকি হচ্ছে।

তবে নতুন আলুর চাহিদা এতটাই বেশি যে, বাজারে তুলনামূলক ছোট এবং মাঝারি আকারের আলুই বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নবান্ন উপলক্ষে ক্রেতারা যেভাবে নতুন আলুর দিকে ঝুঁকছেন, তাতে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। তাই দামও বেশি।

বাজারে আলু কিনতে আসা কল্যাণ চন্দ্র বলেন, ‘নবান্ন আমাদের পরিবারের প্রিয় উৎসব। প্রতি বছরের মতো এবারও নতুন চাল আর আলু দিয়ে পিঠাপুলি বানিয়ে উৎসব করবো। তবে আলুর দাম একটু বেশিই মনে হচ্ছে।’

ক্রেতা রুমানা আক্তার বলেন, নবান্ন উপলক্ষে দাম বাড়ানোটা প্রত্যাশিত কিন্তু ৪০০ টাকা কেজি আলু একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। সূত্র : জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়